রঙ এর খেলায় রঙ এর মেলায়
ধুসর আমি এই অবেলায়।
স্বপ্ন রঙিন, অাশাও রঙিন
রঙিন জীবন সাথী,
রঙ এর সাথে নেইকো অামার
মধুর ঘর বসতি।
দিবস রঙিন, রজনীও রঙিন
রঙিন চারপাশ,
রঙের ভিড়েও ধুসর অামি
ফেলছি দীর্ঘশ্বাস।
চোখে সবার রঙিন চশমা
মনেও রঙের দোলা,
দেহটাতেও রঙ ছড়িয়ে
হরহামেশা কাটছে সারাবেলা।
কল্প্ননাতে রঙিন স্বপ্ন
রঙিন অাশার বুনোবুনি,
রঙ ছড়াতে টালমাটাল সবাই
চলছে খুনোখুনি।
রঙ এর খেলায়, রঙ এর মেলায়
ধুসরই অামি এই অবেলায়।।