কতটা পাশবিকতা আমাদের নাড়া দেয়
পরিমাপতো করতে জানি না ।
কতটা হারালে মনে দূ:খ লাগে
আজ অভয়ে তা ভাবতে পারিনা।
কতটুকু অশ্রু ঝরলে নদী হয়,
কাঁদতেও পারি না।
কতটা চিৎকারে কণ্ঠনালী ফাটে,
ভান করে হলেও কি তা দেখাতে পারিনা।
অন্ধকারের জগতটা আলোয় ভরাতে
সূর্যটা আর কতো দীপ্তি ছড়াবে জানিনা।
কতটুকু পরিবর্তনে শুদ্ধ হই এই চরাচরে
ভাবনাতে তা আজ ভর করে না।
বিবেকবোধ বধির হয়ে আছে নিরলস,
দৃষ্টির আলো হারিয়ে হই আঁধারের পাখি
নির্বাক হয়ে রয় বক্তা, যদিও নির্লোভ উক্তি
নির্জীব পৃথিবীটা আজ অবাক বিস্ময়,
মনে প্রাণে নেই কোন শক্তি।