ধ্বংসের গভীরে নিশ্চুপ সভ্যতা
বুক চাপা পাথরের কষ্ট কঠিন
কি নির্মল সজীবতা আর প্রকৃতির যুবা
এ যে পৃথিবীর ভুসর্গ আজ অভিশপ্ত কাশ্মীর।


রক্তের হলি খেলায় মাতোয়ারা উগ্ররা
অন্তরে হিংসার অটল হিমালয়
বুক চিরে বহে তাই ক্রুসেডের প্রলয়
শান্তি বিনাশে উজ্জীবিত দূষিত মলয়।


ওগো চোর কি শুনে ধর্মের কাহিনী
ধর্ম কে নিয়ে, সুনির্দিষ্ট ধর্ম বিদ্বেষী হয়ে
বহু জাতি ধর্ম বর্ণের এই বিচিত্র আলয়ে
তুমি কেমনে হও নরাধম শাসক।


তুমি নাকি যোগী, আরাধনায় আশ্চর্য অধিপতি
কেমনে করো তুমি প্রজাদের ক্ষতি
তোমার কর্ম দোষে হয় যত অসংগতি
তোমারে ঘৃণা ভরে করি নিকুচি।


কিছুটা লোভ পরিহার করে
হিংসা কে অবনমিত করে
কিছুটা নমনীয়তায় নেশা ছড়ায়ে
দাড়াও না আজ তুমি বিশ্ব দরবারে।


বলি কি সুখ পাও রক্তের হলি খেলে
যে রঙ বহে তোমারও হৃদয় গহ্বরে
যে স্রোতে  তুমি উষ্ণ হও যুগ হতে যুগান্তরে
কেমনে বধিছো তুমি প্রাণ এাসের মন্দিরে।


ছেড়ে দাও আজ তুমি  কেবল-ই অবলীলায়
হারিয়ে যাবে না কভু তুমি স্বপ্নের ভিলায়
স্বাধীন কাশ্মীর ভুলিবেনা তোমায়
তোমায় রাখিবে তাদের স্বর্গের স্বপ্ন চূড়ায়।