তুমি অামার জন্য এক মহাকাব্য,
অার অামার বিচরণ
এই কাব্যের রন্দ্রে রন্দ্রে,
অামি তোমাতে, তোমার স্বত্তায়, তোমার অবয়বে
খুঁজে ফিরি অপরুপ ছন্দ
অজানাকে জানার, অদেখাকে দেখার
সত্য অার সুন্দরের উপলব্দি
প্রকৃতির কোমলতা অবলোকন
মায়ারুপ কোন দেবীর সন্ধানে
নিত্য অামি খুঁজে ফিরি তোমায়।
বিবর্ণ অতীত, ফ্যাকাশে বর্তমান
অার সোনালী ভবিষ্যত
সমন্বয়ের চেষ্টায়
অামি বার বার চোখ রাখি তোমায়।
সুচারু চাহনি অার বাস্তবতায়
সদ্য হিসেবের খাতা কষে দেখি
অবনত নিক্তির ঢাল।
তারপরও এই মহাকাব্য
এক রহস্য ভরা ইতিহাস
অানাচে কানাচে ছন্দে ছন্দে
প্রতিটি বাক্যে, শব্দে, বর্ণে,
চোরাবালির মতন লুকানো ভালোবাসা।
অামি সদা ব্যাস্ত,চিন্তিত, বিমোহিত,
তোমাায় উপলব্ধি করে,
তুমি যে এক মহাকাব্য।