তুমি অবেলায় ফোঁটা ফুল
অসময়ে বাগানে
মেঘলা অাকাশে উদিত চাঁদ
তোমায় দেখে ভাঙ্গে সুখেরই বাঁধ।
বৃষ্টি হয়ে ঝরো তুমি
পবন হয়ে বহো তুমি
দূর অাকাশের শুকতারা টা
ভাবনাতে চুমি অামি।


হৃদয়ের অাকাশে তুমি
সপ্রতিভ এক পরী
তুমি হীনা বিহনে
অকালে যে অামি মরি।
অাঁধার রাতের প্রদীপ তুমি
নীল অাকাশের তারা
হারায়ে তোমারে মোর
হবে এ জীবন সারা।


মিষ্টি তুমি রুক্ষ তুমি
টক-ঝালে-নোন্তা তুমি
দুষ্টু হাসির মুখখানাতে
সদাই করো দুষ্টুমি।
মায়ার জালে জড়াও তুমি
কথার ছলে বেড়াও তুমি
গণ্য করো ধন্য করো
কখনো করো পাগলামি।


ছলে বলে কৌশলে
ধন্য করো নিজেকে,
তাইতো সবাই ভালবাসে
মান্য করে তোমাকে।
হৃদয় তোমার সমুদ্র সম
কুল কিনারা নাই
জেনে সবাই ভেবে পরে
নাও ভাসাইতে চায়।


বাঁকা চোখের চাহনি তোমার
অপলক দৃষ্টি,
লাজুক হয় লজ্জাবতী
তুমি যে এক অপরূপ সৃষ্টি।
ভেবো নাকো অন্য কিছু
এ যে কবির ছন্দ,
অর্থ বুঝে ভেবে চিন্তে
রেখো নাকো মনে দ্বন্দ্ব।