কোন এক পড়ন্ত বিকেলে
যখন তুমি আমায় ডেকেছিলে সাগর কান্নায়
পাল তোলা নৌকা হয়ে নয়
এসেছি দূর্বার গতিতে হৃদয়ের টানে
সূর্যটা পশ্চিমের আকাশে হেলে পড়ার পর
গোধূলীর  প্রহরের ক্রান্তি কালে নয়
ঠায় দাড়িয়ে পদধুলি ফেলেছি আমি
তোমারই আঙ্গিনায় ।


কোন এক বসন্তে
কোমল তোমার হাতে আমায় রুঢ করে ধরে
নুপুর পরা পায়ে হাটছিলে
শ্যামল সজীব ঐ দূর্বাঘাসের প্রান্তরে
হারিয়ে যাওয়ার ভয়কে জয় করে অনাবিল সুখে।
তখনো ভাবিনি আমি হারাবো তোমায়
কোন এক তিমির রাতে।


দূরন্ত বর্ষার কোন এক দুপুরে
গাদা গাদি করে বসেছিলাম কোন এক বটতলে
বেদনার গল্পগুলো মেঘ হয়ে আাকাশে উড়েছিল
কান্নার নোনা জলে তোমার দুগাল ভাসিয়েছ
আর আমি ভেসেছিলাম বারিধারাতে
মেটো পথে তোমায় কোলে তুলে হেটেছিলাম
সতর্ক পদার্পণে সিক্ত বসনে।


মনে পড়ে কি তোমার
কোন এক অমাবস্যার রাতে
নির্জনে এই নিস্তব্দ আকাশের তারাগুলো নিয়ে
অনিশ্চিত খেলায় মেতেছিলাম
স্বপ্নে বিভোর হয়ে নিদ্রাহীন চোখে ভেবেছিলাম
দূস্বপ্ন যেন তাড়া করে না ফিরে ।
সেই রাত ফুরোলো না আজো
এখনো হয়নি ভোর ।