হায়রে পদবি, তোর জন্য কত মিথ্যে দৌড়াদৌড়ি।
হায়রে পদবী তোর জন্য কত তেলবাজি আর চামচামি।
হায়রে পদবী!


পদবী- আজ তুই সোনার বারের থেকেও দামি
হীরকের সাম্রাজ্য গড়ার উৎস ও অনুপ্রেরণা বাতিঘর।
তোকে পেলে চারদিকে কতজনার
ফুলে যায় চুপসানো মানিব্যাগ।
খুলে যায় দেশ-বিদেশে
কত কত ব্যাংকে, শত শত একাউন্ট।
ফুলে-ফেঁপে ওঠে কতজনার চুপসানো কণ্ঠস্বর।


তোকে পেলে কতজনা
সানগ্লাসের আড়ালে দেখে না
পথে কোন বান্দা
দেখে সব রাস্তার ধূলিকণা আর নুড়ি পাথর।


তোকে পেলে কতজনা ভুলে যায়
গুরুজনে ভক্তি,
ভুলে যায় নারীতে শ্রদ্ধা আর শক্তি,
মনে রাখেনা ভালোবাসা আর বন্ধুত্বের মিলন উক্তি।


হায়রে পদবী তুই বড় এক আজব বিমূর্ত সম্পদ।
দায় থেকেও সব যেন অনিশ্চিত হিসেবে ভিন্নধর্মী এক
জোর করা মিথ্যা সম্পদ।