আমি তোমাকে চিনেছি,
চিনেছি তোমার কাজল আর
ঝুমকা কানের দুল,
আরো বনলতার কিশোরী খোঁপার
গাজরার মুকুল।

চিনেছি হে প্রিয়- তোমায়,
শাড়ীর আঁচলে
বসন্ত বিলাসী কাব্যের সুর।
দেখেছি ওগো তোমায়
কাঁঠ গোলাপ আর
কদম বিলাসী বর্ষার,
চনচলা রুমঝুম।

হে প্রেয়সী-
তোমার স্নিগ্ধ আঁখিতে আঁখিতে,
দেখিছি খানিক ব্যাকুলতা
আর সমুদ্রের ঢেউ,
পাল তোলা নৌকার মাঝি
প্রেমিক হবে কি তোমার,
ব্যাকুলতার সমীরণে ধরিতে হাল!

প্রিয়সী- তোমায় দেখেছি,
কাব্যের শেষে অলস দুপুরের
জারুল আর তরুলতার
সতেজ সমাহারে বুনিতে,
প্রেম আর প্রেমিকের ভুল।