মত যতই ভিন্ন হোক, পথটা না হোক ভিন্ন
ভাই ভাইয়ের সম্পর্ক, কভু না হোক ছিন্ন।
বোনরা হলো ঘরের আলো, আধরের বাতি
তাদের সকল দুখ আপদে, হতে হবে সাথি।


মা-বাবা অতি আপন,মহামূল্য রত্ন
জীবনের লক্ষ্য হবে, করবো তাদের যত্ন।
প্রতিবেশি আত্বীয়-স্বজন, আছে যত জনে
সাদ্যমতো থাকতে হবে, তাদের প্রয়োজনে।


বড়দের করবো সম্মান,ছোটদের স্নেহ
মানুষ আমরা সবাই আপন, পর নই কেহ।
ধর্মজ্ঞান শিক্ষা নিব, ছোট বড় সবে
জানবো সবাই কি কারনে, এলাম এই ভবে।