আমার পরিবেশটায় চাই বাংলার সেই মাটি
যে মাটিতে জন্মাতো হাজারো ফুল-ফল
আমি চাই বেলে, দোঁয়াস, এটেল, পলি মাটি
যে মাটির জন্য লড়েছিল বাংলার জনবল।


আমি বাংলা ঋতুর পরিবেশ চাই
যা সবুজ শ্যামলে ঘিরে,
আমার পরিবেশ চিনবো আমি,
হাজার দেশের ভিড়ে।


আমি চাই সোনার বাংলা,
সোনার মানুষে ভরা।
আমি চাই শান্তি সুখের,
রূপময় বসুন্ধরা।