মন গহিনে কেন এত শূণ্যতা,
সব ছবি যেন লাগছে বর্ণহীন,
কিসের অন্তরালে আছে পূর্ণতা,
কেন সুরে সুরে বাজে দুঃখ বীন।
মন বলে আমি বিষন্ন!


ভালো লেগে উঠছে নির্জন,
একা থাকি যেন শান্তিতে,
আমি বিরুক্ত শুনে লোক গর্জন,
ওহ, দূর্বল যেন আমি ক্লান্তিতে।
মন বলে আমি বিষন্ন!


আমার চোখে স্বপ্নের কোন চাওয়া নেই,
মুখে নেই আহারের স্বাদ।
আমার কারো কাছে কোন পাওয়া নেই,
কোন সে ধ্যানে আমি উন্মাদ।
মন বলে আমি বিষন্ন!