রিমঝিম বৃষ্টি রোমাঞ্চকর
মনকে পুলকিত করে
বিরহীর বিরহ বাড়িয়ে দেয় .....
কিন্তু যখন অঝোরে ঝরে
বন্যার রূপ নেয়
একতলা বাড়ীগুলো ডুবে যায়
তখনই দেখা যায় বর্ষার আসল চেহারা
পুলক, রোমাঞ্চ, বিরহ জানালা দিয়ে পালায়
ভাঙ্গা নৌকাই তখন একমাত্র সাহারা।