জন্মের প্রাক্কালে ছুঁয়ে দেখ
আমি নরম নবজাতক
সদ্য ভূমিষ্ঠ হওয়ার পর
আদিম মনোবাসনা জাগেনি
নিস্পৃহ হয়ে নৃশংসতার শিকার হয়েছি ।


অন্তিম যাত্রা মুহূর্তে ঘেন্না হয়।
কত কিছুই দেখা হল না,
সর্মপনের পৃথিবীতে সদ্য এলুম
আর এই পৃথিবী জরাজীর্ণ
সারা শহর জুড়ে মৃতের সমন্বয় ।

পাথরের বুকে ফুল ফুটুক
আমার মতো চারাগাছ কে
কেউ প্রোথিত করুক ,
পৃথিবী আবার ফিরে পাক
তাঁর আদরের নরম নবজাতক ।