চৈত্রের দুপুরে কলমির ডাল হাতে
যদি কোনো রাখালের ছেলে
মহিষের পিঠে চড়ে
সাতার কেটে ওপারে যায়,
তবে বুঝে নিতে হবে
এটাই বাসিয়া নদী ৷

রাতের অন্ধকারে
মছালের মিটি মিটি আলোয়
যদি বর্সির সুতা ধরে
দেয়ানে মগ্ন হয়ে বসে থাকে
কোনো জেলে,
তবে বুঝে নিতে হবে
এটাই বাসিয়া নদী ৷