চাঁদ মামা, চাঁদ মামা
গগন তলে থাকো,
নীরব রাতে হাত ছানিয়ে
কারে তুমি ডাকো?


তোমার আলোয় সবুজ ঘাস
ঝিলি-মিলি করে,
তোমায় দেখে মন চলে যায়
দূরে কত দূরে ৷


ইচ্ছে হলে তখন আমি
জানালা দেই খুলে,
সুযোগ পেলে তোমার আলো
প্রবেশ করে ঘরে ৷


চেয়ার নিয়ে উঠানের কোনে
বসে যদি থাকি,
ঝুপের ঝারে মাতার উপর
তোমায় চেয়ে দেখি ৷


জ্যোৎস্না রাতে নদীর বুকে
তোমার ছবি ভাসে,
ঝিলের কোলে শাপলা-শালুক
তোমায় দেখে হাসে ৷