ফুলকে সবাই ভালোবাসে ৷
তুমিও ভালোবাসো তাতে অপরাধ নেই ৷  
কিন্তু তোমাকে বলেছি সূর্যমুখীর কাছে যেওনা ৷
কারন- সূর্যমুখী ফুল স্থির থাকতে পারেনা ৷


সকাল বেলা পূর্বদিকের ফুল দক্ষিন দিক হয়ে বিকেলে পশ্চিম দিকে ঘুড়ে যায় ৷


আবার রাতের অন্ধকারে ঘুড়ে ঘুড়ে
সকাল বেলা পূর্বদিকে মুখ করে ৷


আজ ঠিক তুমিও তেমন,
সূর্যমুখী ফুলের মতো মুখ ঘুড়িয়ে নিয়েছ ৷


যতনে চাষ করা বাড়ির ফুল আর বাগানের ফুলে কোনো পার্থক্য নেই ৷
বাড়ির ফুল রোজ দেখা হয়, তাই বাগানের ফুল সুন্দর ৷


এটা শুধু ফুলের বেলায় হয়,
মানুষের বেলায় নয় ৷
মানুষ সব সময় সুন্দর হয় ৷