মরার আগে মরেছি আমি
বারে বারে শত,
ফর্মালিন যুক্ত বিষ খাবার
খেয়েছিলাম কত ৷


প্রাণে মরা নয় আজ
আধা মরা হয়ে,
তিলে গড়া দেহ
যায় ক্ষয়ে ক্ষয়ে ৷


সবজির হাটে শুনি
ফর্মালিনের ডাক,
বিষ মাখা গন্ধে
চেপে ধরি নাক ৷


গাছ পাকা নেই আর
আধা পাকা এনে,
কাচা ফল পাকিয়ে তুলে
ক্যামিকেলের গুনে ৷


বাহিরেই পাকা রং
ভিতরেই বাকা,
অসাধু লোকেরা
দেয় শুধু ধোকা ৷


মাছ মাংশে বিষ মাখা
বিষের গায়েও বিষ,
ফল মূলে বিষ ঢালা
বিষ আর বিষ ৷


মাতৃ কোলে শিশুরাও
নেই নিরাপদ,
কে বলে আজ নিরাপদ আছে
জাতি ও জনপদ ৷


মোরা চোখ কান খোলা রেখে
দেখে শুনে খাবো,
তবেই ফর্মালিনের হাত থেকে
রক্ষা পেয়ে যাবো ৷