আশ্বিনের বিকেল বেলা
গায়ের পথ ঘোরে
একা একা চলেছিলাম
দুরে বহু দুরে ৷


এক থেকে দের কিলো
হেঁটে চলার পর
নদীর ধারে কাশ ফুলে
পরিল নজর ৷


ধীরে ধীরে পা চলে যায়
কাশ ফুলের টানে
বাড়ি ফিরতে সন্ধ্যা হবে
তা পরেনি মনে ৷


ইচ্ছে মতো তুলে নিলাম
দু-হাত ভরা ফুলে
এমন সময় কেপে উঠি
আযানের সুর শুনে ৷


দৃৃষ্টি তুলে চেয়ে দেখি
সন্ধ্যা হয়ে গেল
ভাবতে ভাবতে গায়ের পথ
আধার হয়ে এলো ৷


সরু পথে হেটেছিলাম
মনে নিয়ে বল
হঠাৎ দেখি ধান ক্ষেতে
খেক শিয়ালের দল ৷


ফুল ফেলে দৌর দিলাম
চিৎকার শুনে কে
হুছুট খেয়ে পড়ে গেলাম
পলি মাটির বুকে ৷


কান্না শুনে পতিবেশী
দৌরে এসে ধরে
অবশেষে ফিরল ওরা
নিয়ে আমায় ঘরে ৷


মা বললেন কোথায় ছিলে
দুষ্ট মিষ্ট ছেলে?
নদীর ধারে টেনে নিল
শরতের ফুলে ৷