তুমি ভেবেছিলে
আমার কথা ভুলে গিয়ে
অন্য কাউকে নিয়ে
সংসার সাজালেই
জীবনের পথ চলা
সহজ হয়ে যাবে ৷


না সেটা ভুল
ভুল তোমার ধারনা
তুমি হয়তো জাননা
অন্যকে কাদালে একদিন
নিজেও কাদিতে হয় ৷


আজ তুমি আছো মহা আদরে
রমনি সেজে
সংসার সাজিয়ে
নাগরের ছায়া তলে ৷


আর আমি আছি পরম আনন্দে
তোমাকে হারিয়ে
একাকি জীবন নিয়ে
গৃৃৃহ তলে ৷


তুমি স্বপ্ন দেখো
আকাশের চাঁদ তারকা
গ্রহ নক্ষত্র
নিহারিকা ছায়াপথ নিয়ে ৷


আমি স্বপ্ন আকি
হাতের কিনারে পাওয়া
মেঘ থেকে ঝরে পড়া
বৃৃষ্টি নিয়ে ৷


তুমি দেখিতে চাউ
প্রাসাদে বসে
রাজ বাড়ির নকশি আঁকা দেয়ালে
প্রজাপতির রং মাখানু ৷


আমি দেখি বটের ছায়ায় বসে
বাবুই পাখির তিল তিল করে সাজিয়ে
কুড়ে ঘর বানানো ৷


তুমি চাউ পাখির ডানায় চরে
উরে উরে সাত সাগর পাড়ি দিয়ে
ওপারে যেতে ৷


আমি চাই স্বদেশের কোলে বসে
বিন্দু বিন্দু করে
বাগান সাজিয়ে
ফুল ফুটাতে ৷


তোমার আমার মধ্যে
আকাশে পাতালে দুরত্য রেখে
কেনো আমার জীবনে এসেছিলে?


কেনো আজ সম্পর্কের হাতুড়ি দিয়ে
হৃদয় ভেঙে
চুরমার করে দিলে?


বিদাতা যদি তোমাকে
এক যুগ পরে কিংবা পূর্বে
সৃৃষ্টি করতেন
তাহলে বয়সের মিল হতনা,
হয়তো এমনও হতনা ৷


তবুও আমি মেনে নিচ্ছি
একটুও ভেঙে পরিনি
কারন-
তুমি যার ঘরের রমনী
সেও আমার মতো একজন পুরুষ ৷