ভোর হয়ে সূর্যের আলো
উঁকি দিল-রে ভাই,
রাতের বুকে গগন ডাকিয়াছে
গা হেলিবার সময় নাই ৷


মাটির কিনারে পাটির বিছানা ছাড়ি
চলো সবাই উঠে যাই,
রাতের হাড়িতে জলে ডোবা পান্তা
লবন মাখিয়ে দু-মুঠো খাই ৷


হাতে হাতে কাস্তে নিয়ে
চলো সবাই মাঠে যাই,
দানা বিহীন শূন্য গোলা
ঢল নামিলে উপায় নাই ৷


সোনা ফসল ফলেছে এবার
স্বপ্নের আজি শেষ নাই,
সাহেবেরা বলে দিছে
ধার টাকা ফেরত চাই ৷


আয়েশ করে খাচ্ছে ওরা
চাষার কথা মাথায় নাই,
সময় মতো সার মিলেনা
ধানে আজি মূল্য নাই ৷


দিন মজুরে কৃৃষান বলে
নিয়ম কানুন কিছুই নাই,
প্রতিবাদ করতে গেলে
সমর্থনের লোক নাই ৷


কৃষকেরা মাঠ ছাড়ি আজ
উঠে গেলে উপায় নাই,
সাহেবেরা চাষ করবেকি
লাঙল-জোয়াল কাধে লই?


কৃৃৃষি বাচঁলে বাচঁবে দেশ
অনেকেরই জানা নাই,
সুখে দুঃখে সবার সাথে
মিলে মিশে বাঁচতে চাই ৷


বেশি কিছু চাই না মোরা
চাষাবাদারে সুযোগ চাই,
শাক সবজি ফলে-মূলে
খাদ্যের অভাব মিটাতে চাই ৷