কেমনে তোমায় ভালোবাসি?


আমি তো বিকেল বেলা সাগর পারের পশ্চিম আকাশের লাল সূর্যটা এনে তোমার হাতে তুলে দিতে পারব না ৷
তাহলে কেমনে তোমায় ভালোবাসি?


আমি তো কাধে পাখা বসিয়ে বাতাসে উড়ে সিমান্ত পেরিয়ে গিয়ে ডায়নুসর শিকার করে এনে দেখাতে পারব না ৷
তাহলে কেমনে তোমায় ভালোবাসি?


আমি তো মাটির ছাদে দু-তলা পুকুরে ইলিসের চাষ করে স্বর্নের থালে সাজিয়ে তোমাকে খাওয়াতে পারব না ৷
তাহলে কেমনে তোমায় ভালোবাসি?


আমি তো ভাবিনি তোমার শর্তগুলো এমন হবে, যা বাস্তবায়নে যুগ যুগ চেষ্টা করে সাধু সন্নাসিও ব্যার্থ হয়ে জীবনের প্রদীপ নিভে যাবে নির্ঘাত৷
তাহলে কেমনে তোমায় ভালোবাসি?


তবুও হাল ছাড়িনি,
চেষ্টার সাগরে সাতারু হয়ে মধ্য পথে দাড়িয়ে আজ মহা ভাবনায় স্তব্দ ৷


আমি তো তোমার জন্য কিছুই করতে পারলাম না৷
তাহলে কেমনে তোমায় ভালোবাসি?


মহারানী, লাগবে না তোমার ভালোবাসা, এমনিতেই ভালো আছি ৷