মনে নেই,  
কেন যে কলম হাতে নিয়ে বসে আছি—


কি ভাবিয়া
কি লেখিব
তাও কিন্তু ভুলে গেছি ৷


মনে নেই বলে  
চলে যাই সুরমা নদীর তীরে—


নিরবতায়
সুরমার জল
দেখি মুগ্ধ মনে ৷


উতাল-পাতাল ঢেউ খেলে যায়
নদী ভরা জলে,
কিনারে কিনারে সাঁতার কাটে  
শিশু-কিশুর মিলে৷
তাই দেখেও কোন কিছু
পরেনি মোর মনে ৷


ভাবতে ভাবতে আমি আজি
হয়েছি দিশে হারা,
ভরসা নেই মহান মালিক
তোমার দয়া ছাড়া ৷


অবিরাম বসে থাকি
বারান্দার কোণে,
যেথায় সেথায় না চলিয়া
চিন্তাশীল মনে ৷


অনেক ভাবনার পর এক
ঝড় তুফানের দিনে,
মনে পড়ে, একটি বই লেখিব
"ফাল্গুনে" ৷