বট গাছের লতি টানিয়া যারা
করিত পূর্বে খেলা,
আজি তারা সোসাল জগতে
কাটিয়ে দেয় বেলা ৷


ধরনীর রুপ দেখিতে পারিয়া
ধরিতে পারেনা হাতে,
শুকনো নদী পালের নৌকা
মন্দ কি হয় তাতে ৷


ফুলের বাগান হাতের কাছে
সুভাস পায় না নাকে,
মধ্যবয়সে মায়ার চোখ দুটি
নিয়ে যায় বনের কাকে ৷


সার্চ করে দেখে প্রজাপতি আর
দেখে সবুজ ঘাস,
জারুল পারুল হিজল কড়চ
কাঠ বিড়ালির নাচ ৷


ফ্রেন্ড লিষ্টে বাবা আছেন
মাও আছেন তাতে,
চ্যাটিং চাটিং শেয়ারিং হ্যাকিং
চলছে দিবা রাতে ৷


প্রকৃৃতির রুপ ভুলে গেছি আজ
ভুলে গেছি মাঠির স্বাদ,
হারিয়ে গেছে সোনামাখা শৈশব
পাখি ডাকা প্রভাত ৷