নদীর ধারে বাড়ি আমার
গাঁয়ে বাস করি,
তাই বলে তো বুক ভড়িয়া
গর্ভ করতে পারি ৷


নদী পথে চলা চলে
সুখের শিমা নাই,
জ্যাম বিহীন যান বাহনে
স্বাধীনতা পাই ৷


নদীর ধারে বসে আমার
কাটে আধা বেলা,
নদীর জলে ভাসা ভাসী
নদীতেই খেলা ৷


নদীর জলে সাতার কাটি
এপার ওপার ঘুরি,
ভাটিয়ালি মিষ্টি বাতাস
গায়ে মেখে ফিরি ৷


ডিঙি নৌকায় পাল তুলিয়া
উজান ভাটি যাই,
এমন রূপের ধরনী
আর কোথাও নাই ৷


নদীর ধারে থাকি আমি
নদীর ধারে থাকি,
শিশু কিশোর দেখিয়া
হাত ছানিয়ে ডাকি ৷


এসো আমার নায়ে সবাই
ওপার চলে যাই,
সব সখিরা মিলিয়া আজ
বাউলের গান গাই ৷


মনের সুখে গান ধরিব
ডিঙা ভাসিয়ে জলে,
সন্ধ্যা বাতি জ্বলে উঠুক
আসিব তবে ফিরে ৷