টাকার পাহাড় তৈরী করিয়া
করিয়াছ টাকার বড়াই,
সেই টাকা রহিবেনা চিরকাল
অকুলে দেবেনা ঠাই ৷


অনাহারিকে ভালোবেসে যেবা
টানিয়া নেয় বুকে,
একুল সেকুল দু-কুল তাহার
কেটে যায় মেলা সুখে ৷


ধনেতে অহংকার করে যেবা
হিংসে থাকে মনে,
ধরনীর বুকে ধনী হইল তারা
ক্ষনিকের তরে ৷


ঘরের কোনে আগুন লাগিয়াছে
ঘুমিয়ে আছো সুখে,
চোখ থাকিতে অন্ধ তোরা
মরবে দিকে দিকে ৷


তওহীদের ডাক দিয়েছি মোরা
কান পেতে শোনে নাও,
অহংকার থেকে বেড়িয়ে এসো
ঐক্যের ডাকে সারা দাও ৷


সর্বক্ষনে সত্য বলে যারা
তারাই সত্যি মানুষ,
সত্য মিত্যা আলাদা করে ওরা
আছে যার মান-হুশ ৷


জীবন সম্পদ আল্লাহকে দিয়ে যারা
সত্যের সংগ্রাম করে,
ইহকাল পরকাল সুন্দর তাহার
অনন্ত কালে ৷