পরম সাধনায় মগ্ন মনে
হাজারও রজনী পেরিয়ে
পেয়েছিলাম একখানা গোলাপের টুকরো ৷


কাঁটা বিহীন ভেবেছিলাম
প্রথমেই করেছি ভুল
হাতে নিয়ে হয়েছি বেকুল ৷


সাজিয়ে রাখিতে ছেয়েছিলাম
পারিনি সাজাতে
তবুও রেখেছি যতনে
মনের আবেগে ৷


দিন হতে দিন তিরস্কার
পুরস্কারের বদলে
ভাসিয়ে দেব জলে
অকুল সাগরে ৷


জলের বুকে ছেড়ে দিলে
ডুবে যাবে গহিনে
দেখিতে পারিবনা নয়নে
জীবনে ৷


কষ্টের পুরস্কার ভেবে
ঘাঁ লাগে হৃদয়ে তাই
ফেলে দিলাম জমিনে
ঘাস বনে ৷


রাখালিয়ার অবহেলায়
ফুটে যায় চরনে
রক্তে রাঙ্গা চরন নিয়ে
নালিশ করে দরবারে ৷


দরবার খানার আদেশ মতে
জরিমানা মানতে হয়।
পরম সাধনার মহা বাঁধন
তিলে তিলে ছিন্ন হয়।