ফাল্গুনে যাব আমি কোকিলের দেশে,
কোকিল দেখিব
শিমুল দেখিব
জ্যোঁৎস্নার আলোয় বসে ৷


বন থেকে ভেসে আসবে
পাখির কলতান,
ছোট পাখির কিচিরমিচির
শালিকের গান ৷


ফুল দেখিতে যাব যখন
কৃষ্ণচুড়ার বাগে,
মন ভরিবে কোলাহলে
কোকিলের গান শুনে ৷


ফুটন্ত ফুলের উপর
ভ্রমর বসে থাকে,
নানান রংঙের ফুল শুধু
হাতছানিয়ে ডাকে ৷


ভ্রমন শেষে যেদিন আমি
ফিরে যাব বাড়ি,
আনিব তখন একটি গোলাপ
আকাশ পাখির লাগি ৷


পাখি যদি থাকে পাশে
মনে থাকে সুখ,
আসা যাওয়া করলে পাখি
রয়না কোনো দুখ ৷