গিয়েছিলাম এক অরণ্যের কাছে
সবুজের টানে ।
বৃক্ষের ছায়ায় বসে তরুলতা
দেখিবো বলে ।
প্রবেশ পথে কাটার বেড়া
থেমে যাই নিরবে ।
পৌছিতে পারিনি শিকরে
তাহলে দেখিবো কি করে ।
সকল কষ্ট আজ জমিল বুকে
অশ্রু চোখের পাতায় ।
আশার কোটা ছুঁয়ে গেল
বুকভরা ব্যথায় ।
শত স্বপ্ন দেখেছিলাম
তরুলতা ঘিরে ।
মনের কষ্ট মনে রইলো
ফিরে গেলাম নীড়ে ।