একটা সালাম দাও,একটু আর্শীবাদ নাও,
হয়তো হবে জীবনের পুঁজি;
কুরআন,হাদিস থেকে যতটুকু বুঝি।


সালাম দাও‌,হাত‌ উঠিয়ে নয়,
পায়ে ধরে সেলামও নয়।
বলো,‌"আস সালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু"
সওয়াব হবে, হবে তা ইসলামি বিধান;
সশ্রদ্ধে মান্য করলে।


গায়ে হলুদ নয় ইসলামি কালচার।
নয় তা কুরআন,হাদিস,ইজমা,কিয়াস।


মেহেদিটা নোংরা সংস্কৃতি
সবার ক্ষেত্রে সমানে সমান।

নবিজির নির্দেশ বিয়ে‌ হবে সহজ- সরল
থাকবে তথায় কুফু সমানে সমান।


কম খরচ,কম জাঁক জমক
মোহর সাধ্যানুযায়ী ,অনুষ্ঠান সাদা- মাটা
পার্টি নয় সাতশ আটশ জনের
কোনো এক কমিউনিটি সেন্টারে।
ঝার বাতি, সজ্জা আলোক
দশ বিশ আইটেম খাবার
যেন দাদার মজলিসে চল্লিসা।


ওলিমা খাওয়াও সওয়াব আছে তথায়
তবে, সাধ্যাতিত যেন হয়।


আকিকা করাও গরু,খাসি
ছেলেতে ছাগল দুটি, মেয়েতে একটি
পারলে গরু,খাসি দুটোয় লোকসংখ্যা
বৃদ্ধি হওয়ায়।


যা কিছু হলো বলা
চেষ্টা কর চলা
পেলেও পেতে পার নাজাত দোযখ
জান্নাত দিবে প্রভু আপন সমঝ।


#আপন সমঝ#
  -- এম.এ ফরুক।