সময়কে দূষিয়না কভু সময় আপন,
নিজেকে দূষতে পারো, না করলে যতন।


সময় চলমান স্রোতের মতন
আসে না কভু ফিরে এই অমূল্য রতন।


হে জ্ঞানী! জ্ঞানকে কর বিতরণ
সৎপাত্রে কন্যাদানের মতন।


সেবা কর জ্ঞানের, শিক্ষা দিয়ে মানবের
পারিশ্রমিক তা তো দিবেন প্রভু স্বয়ং।


হয়তো বা বাকি নয়ত নগদ
হারাবেনা কভু, হবে না লয়
জ্ঞানের সেবার কি হে আছে কোনো ক্ষয়?


তুমি যতই হও বিত্তশালী, অর্থের কুমির
অভাব তো তোমার সীমাহীন।


তুমি হয়ত পড়াও অ,অা,এ,বি,সি
আলিফ,বা,তা, ছা, বে,পে,তে,টে
কুছ প্রোবলেম নেহি ;যদি হয় হাদিস খানি-
বুখারি কিংবা মুসলিম, তিরমিযি।
শুধু চাই, আখলিস দ্বীনাকা
ইয়াকফিকাল আমালুল ক্বালিল।


নিজের ইমানকে খাঁটি কর,
অল্প আমলই নাজাতের জন্য
যথেষ্ট,কাফি।