যদি হও মুসলিম
নামাজ পড় পাঁচ ওয়াক্ত,
সময় আর বিধি মেনে আল্লাহর,
সাথে নির্দেশ রাসুলের।
সময় দেন প্রভু, সুযোগও তাঁর হাতে
নি:শ্বাস বন্ধ হলে,
সময় কি কাজে আসে?


যদি হও মুসলিম
রোযা কেন রাখনা?
দিনের বেলায় খাবার রান্না
আর উনুন বন্ধ কেন করো না?
তিনশ পঁয়ত্রিশ দিন খাও পেটপুরে দিনভর
দিন ত্রিশেক দিনে না খেলে
উদর কি যায় একেবারে টুটে।


যদি হও মুসলিম
যাকাত তবে কেন দাও না?
ধন তো দিয়েছেন প্রভু কম বেশি সবার।
দিয়ে ধন বোঝে মন,
কেড়ে নিতে কতক্ষণ?
তুমি যে সম্পদ রেখে গেলে আজ
তোমার সন্তান মিরাস পাবে
হবে ধুমধাম ,ফুর্তি করবে বারো মাস।
খুঁয়েও ফেলতে তোমার মান-সম্মান!


তুমি মুসলিম বৃত্তবান
কাবার পথে হও আগুয়ান।
পূণ্যভূমি মক্কা দর্শন আর যিয়ারত মদিনায়।
যেখানে আছে আল্লাহর ঘর শত নবিদের পদচারণা, আল্লাহ প্রেমী শত শত জন।
সাফা - মারওয়া,আরাফা আর জমজম।
ধরে কাবার গিলাফ,মাকামে ইব্রাহীম,
চুম্বন দিয়ে হাজরে আসওয়াত
মাফ করে নাও গুণাহ তোমার।


যদি হও রে মুসলিম
তাহলে গাও আল্লাহর গীত ও সংগীত
কুরআন পড় মধুর তানে
তন্ময় করো বিশ্বজনে আবৃতে,নিভৃতে
মাহফিলে সুললিল সূরে।
আল্লাহ দেবেন সম্মান,মান,উচ্চাসন
মা-বাবায় মুকুট,তাজ,সুমহান আসন
মুক্তিরপথ, সহজ হিসাব,
হৃষ্ট-পুষ্ট যুবক কবরে তোমার।


যদি হও মুসলিম
বিভেদ ভুলে উঁচু করো
আল্লাহর বিজয় নিশান,
তাওহিদে খোদার পূণ্যবানী।
দাও পরিচয় ---
তুমি যে বিশ্বাসী,
তুমি খাঁটি  মুসলিম।