মানুষ! মানুষ !মানুষ
তারে চেনা বড় দায়,
সত্যিকারের মানুষ কোনটি
সেকি চেনা যায়?


মানুষ হয় জ্ঞানে,গরিমায়
মানুষ হয় সভ্যতায়,
মানুষের পরিচয় শুধু
ধন-দৌলতে নয়,নয় বিত্তে সমান
সত্যিকারের মানুষ হয়
ভালো মানসিকতায়।


মানুষ চাইলেই মান পায় না
পায় না ক ধন,
খোদা যারে অর্পণ করে
সেই শুধু পায়।


সত্যিকারের মানুষ হয় মানবের তরে
মানুষ হয়ে যদি মানুষকেই না চিনি
স্বার্থকতা কোথায় রে?