পড়ন্ত বিকেলের একটা ছবি
কেড়ে  নিতে পারে মন,চিত্ত সবি
তাতে থাকে প্রেম-ভালোবাসা
কোনো কালে আসতেও পারে সুখের খাঁচা।


পড়ন্ত বিকেলের একটা ছবি
মনকে চাঙ্গা করে দেয় প্রাণ অবধি
তাতে থাকে মান,নাহি অভিমান
থাকে শুধু--
সরলতা,প্রেমময়তা,ছন্দময়তা।


পড়ন্ত বিকেলটা যদি হয় পার্কে
কাছের কারো সাথে চলতে
ভুলে যায় মান-অভিমান
আসে শুধু সুর ছন্দ
থাকে না শতধাবিভক্ত, শত দ্বন্দ্ব।


পড়ন্ত বিকেলটা যদি হয় ঝিলে
শত শত মানুষ কপোত-কপোতিদের ভিড়ে
ঘৃণা লাগে না তোর অবলোকন করতে?


পড়ন্ত বিকেলের একটা ছবি
কাছে টেনে নেয়
মন-প্রাণ-চিত্ত সবি।