ভালোবাসা পেতে হলে
ভালোবাসা দাও আগে
ভালোবাসায় ভাব লাগে
চিত্ত দাও আগে ভাগে।


এ লাভ পিয়ার মোহাব্বত
পৃথিবীর কোথাও নাহিরে
স্বর্গ থেকে এসে লাভ
এ জগতে ভাসে।


মায়ের প্রতি সন্তানের যেমন-
গুরুর প্রতি ভক্ত,
প্রিয়জনের প্রতি অকৃত্রিম
প্রিয়ার অনুরক্ত।


সাধারণ জনে ভালোবাসেন আলেম
গাউস কুতুব আবদালে,
পরপারে ভালোবাসবেন তারে
খোদা চান যারে।


মানুষ ভালোবাসে মানুষে
স্নেহের পরশ দিয়ে
ভালোবাসা পেতে হলে
ভালোবাসা দাও আগে।


নবিজি কহেন, প্রথমে তুমি আলেম হও
না হয় মুতায়াল্লিম,
না হয় তব বাবা আলেমের,
কিংবা মুহিব্বান ।ব্যতিত চারেক
হইয়ো নাগো পঞ্চম,ওহে মুসলিম!


আল্লাহ বলেন,তুমি ভালোবাসা
পেতে চাও মোর,
আপন ভেবে খুঁজি লও
নবিজির সুন্নাত।
মাফ করবো তোমায় ক্ষমা অফুরান
জান্নাত দিবো বদলা তাহার।