দেখতে চাও আমায়?
ইয়াফি তালুকদার দিপু


দেখতে  চাও আমায়?
তাহলে একটি বার এসে দেখো,
আমি তো আর নেই সেই অগের মতো,
হ্রিদয় টা আজ হয়ে গেছে পুরে ক্ষত-বিক্ষত।
দেখতে চাও অমায়?
তহলে একটি বার এসে দেখ।


দেখতে চাও আমায়?
কেমন আছি আমি,
আছি কি সেই আগের মত,
না নেই কো আমি আগের মতো.
আজ আমার সারা শরির এ বইছে,
পাগুনের মতাল হাওআ,
যেই হাওআ কানে কানে বলতো,
তুমি অমার হ্রিদয়ের এর সকল চাওআ।
দেখতে চাও আমায়?
তাহললে একটি বার এসে দেখ।


দেখতে যদি চাও আমায়,
তহলে চলে এস এক বর্ষায়।
দেখতে পায় সবাই আমার দেহ,
কিন্তু মনের কষ্ট তো দেখতে পায় না কেহ।
দেখতে চাও আমায়?


দেখতে চাও আমায়?
তহলে একটি বার চলে এসো,
আমি কি সেই অগের মতোই,
না,নেই আমি সেই আগের মত।
আজ আমার হ্রিদয় পুরেছে,
ভালবাসার অগুনে,
বেনঙ্গে গেচে মন,
বেনঙ্গে গেচে স্বপ্ন,
আমি আর নেই সেই আগের মত।


বিদ্রঃ বিদ্রঃ-ভুল হলে ক্ষমা করবেন।।