নিকস কালো এ আঁদারে,
স্রিতিরা সব কেঁদে মরে,
স্রিতিরা সব চন্ন চারা,
তাই তো আমি দিশে হারা,
ভাবছি অমি বসে একা,
কবে পাব তোমার দেখা।
তুমি কেমন আছ,
অমি কেমন আছি,
জানতে চাই তোমায়,
জানাতে চাই তোমায়।


আজ ও মন স্বপ্ন দেখে তোমায় নিয়ে ,
আজ ও মন গল্প লিখে তোমায় নিয়ে,
তুমি কি গল্প লিখো আমায় নিয়ে?
তুমি কি স্বপ্ন দেখ আমায় নিয়ে?
জানতে চাই তোমায়,
জনাতে চাই তোমায়।


তোমার ওই ময়া ময়া চোখ,
স্বপনে দেখি আমি অপলোক।
তোমার চোখ দেখি স্বপ্নে,
তোমার ছায়া দেখি আমার পাশে জাগরনে,
তুমি কি দেখ আমায় স্বপনে?
তুমি কি দেখ আমার ছায়া জাগরনে?
জানতে চাই তোমায়,
জানাতে চাই তোমায়।