একটু চায় তার ছোঁয়া,
একটু চায় তার দেখা,
তার বিহনে
-লাগে যে একা।


সে যে আসে স্বপ্ন হয়ে চুপি সারে,
সে যে আসে ললনা হয়ে স্বপ্নে চুপি সারে,
তবু ও যে মন চায় তার দেখা,
তার বিহনে লাগে যে একা।


সেযে আসে পরির বেশে,
এসে নিয়ে যায় আমায় রুপ কথার দেশে।
রুপ কথার সাত রং দিয়ে সাজাই তাকে,
আঁকি তার চবি রুপ কথার আকে-বাকে।
তবু ও মন চায় তার দেখা,
তার বিহনে লাগে যে একা।