জানি মরিতে হবে একদিন,
জানি না আসবে কবে সেই সুদিন।
জানি না কবে গ্রহন করিবো মৃত্যুর স্বাদ,
কারন,না বলা ভালবাসা করিতেছে বুকের ভেতর আর্তনাদ।
তারা চায় ভেঙ্গে দিতে বুকের বাঁদ।


আমি বাঁচতে চাই না,
আমার বাঁচার ইচ্ছা নেই,
ভাল লাগেনা আর বাঁচিতে,
মান ছায় এ পৃথিবী ছেরে যেতে।
আমি চাই মরিতে,
গ্রহন করিতে মৃত্যুর স্বাদ,
না বলা কথা গুলো বুকের ভেতর করিতেছে আর্তনাদ।
তারা চায় ভেঙ্গে দিতে বুকের বাঁদ।


এ ধরায় ভালবাসা আছে যার,
পুরো ধরনীটা রঙ্গিন তার।
আমার নেই বাঁচার আশা,
নেই কোন ভালবাসা।
আমি বাঁচতে চাই না,
গ্রহন করিতে চাই মৃত্যুর স্বাদ,
না বলা কথা বুকের ভেতর করিতেছে আর্তনাদ,
তারা চায় বেঙ্গে দিতে বুকের বাঁদ।