যদি কখনো তোমার কাছে যাই,
তুমি কি তাড়িয়ে দেবে আমায়?
যদি কখনো তোমার মনের দরজার কড়া নাড়ি,
তুমি কি বন্দ করে দেবে দেখে আমায়?
যদি কখনো তোমার কাছে ভালবাসি বলি,
তাহলে কি না করে দেবে আমায়?
যদি কখনো আমার ভালবাসা প্রকাশ করি,
তাহলে কি ধিক্কার দেবে আমায়?
যদি কখনো ভুলে তোমার শরির এ হাত দেই,
তাহলে কি মারবে আমায়?
যদি কখনো তোমার হাত ধরতে আরজি করি,
তাহলে কি ধরতে দেবে আমায়?
যদি কখনো তোমায় ছুতে আরজি করি,
তাহলে কি চুতে দেবে আমায়?
যদি কখনো তোমার মনে ভালবাসার ফুল ফোটাই,
তাহলে কি ভালবাসবে আমায়?
যদি কখনো তোমার কাজল কালো আখি দেখতে চাই,
তাহলে কি দেখতে দেবে আমায়?
যদি কখনো তোমার প্রিয় মানুষ টি হতে চাই,
তাহলে কি প্রিয় মানুষ টি করে নেবে আমায়?
যদি কখনো দারকর্মে আবদ্ব করতে বলি আমায়,
তাহলে কি দারকর্মে আবদ্ব করবে আমায়?
যদি কখনো তোমার মনে আমার চবি আঁকতে চাই,
তাহলে কি আঁকতে দেবে আমায়?
যদি কখনো তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াই,
তাহলে কি ছুড়ে মারবে আমায়?
যদি কখনো জোর করে ভালবাসা আদায় করে নিতে চাই,
তাহলে কি করবে আমায়?