হঠাত্‍ একদি শুনবে তুমি,
এ পৃথিবী ছেড়ে চলে গেছি আমি।
যানি তখন এই ভেবে খুব খুশি হবে,
তোমায় জ্বালাতন করার মত আর কেউ থাকল না।
এই ভেবে তুমি খুশি হবে,
তোমার পিছু হাটার মত
আর কেউ থাকল না।
এই ভেবে খুব খুশি হবে,
তোমার পথের কাটা হওয়ার মত,
আর কেউ থাকল না।


কিন্তু
কখনো কি এই ভেবে খুব দুঃখ পাবে?
তোমায় ভালবাসার মত,
আর কেউ থাকল না।
এই ভেবে কি খুব দুঃখ পাবে?
তোমায় প্রখর রোদ্রে,
ছায়া দেওয়ার মত আর কেউ থাকল না।
এই ভেবে কি খুব দুঃখ পাবে,
যে তোমায় খুব ভালবেসে ছিল,
তার অকালে চলে যওয়াতে,
একমাত্র কারন তুমিই ছিলে।
কি পাবে তুমি,
অবিরাম শুখ...?
নাকি অবিরাম দুঃখ...?
জবাব দাও,
জবাব ছাই তোমার কাছে    ।