আমি যদি কবি হতাম,
তোমায় নিয়ে একটা কবিতা রচনা করতাম।
আমি যদি গায়ক হতাম,
তোমায় নিয়ে একটা গান গাইতাম।
আমি যদি একজন শিল্পি হতাম,
তোমার একটা চবি আঁকতাম।
আমি যদি রাজা হতাম,
তোমায় আমার রাজ্যটা উপহার দিতাম।
আমি যদি গাছ হতাম,
তোমায় আমি বিশুদ্ধ আক্সিযেন দিতাম।
আমি যদি তোমার স্বপ্ন হতাম,
তোমার স্বপ্নে একটা রাজ্য বানাতাম।
আমি যদি তোমার কল্পনার মানুষ হতাম,
তোমার কল্পনিক রূপে আমায় সাজাতাম।
আমি যদি তোমার ভালবাসার মানুষ হতাম,
তাহলে তোমায় অভিরাম ভালবাসা দিতাম।


কিন্তু,
কি করবো বলো?
আমি তোমার কিছুই হতে পারিনি,
শুধু মাত্র ঘৃনার পাত্র ছাড়া।।।