বৈশাখে আসে বৃষ্টি,
প্রকৃতিতে নতুন কিছুর সৃষ্টি।
বৈশাখে হয় আমের মূকুল,
মানুষ ভুলে যায়,পুরনো সকল ভুল।
বৈশাখ মানে আনন্দ,
বৈশাখ মানে হাঁশি,
তাই,বৈশাখ এল বলে সবাই খুশি।
তরুনিরা সাজবে নতুন সাড়িতে,
খাওয়া হবে পান্তা ইলিশ সবার বাড়িতে।
সাজবে ললনা,লাল শাড়িতে,
যাবে সবাই,সবার বাড়িতে।
পড়বে তরুনি বাসন্তী সাড়ি,
হাতে লাল কাঁচের ছুড়ি।
বাঙ্গালি কন্যা পড়বে খোপায় লাল ফুল,
ভুলবে পুরনো সকল ভুল।
নাচবে সবাই হয়ে এক মন,এক প্রান,
ভুলে সব বাধা-ব্যবধান।