বালিকা তুমি যেয়না তটে,
তাহলে দষ্যু জ্বীন ডাকিবে বটে।
কে-বা তোমার জনক?
কে-বা তোমার জননী,
কে-বা তোমার মনের মানুষ,
কার-ই-বা তুমি রমনী।
কে-বা তোমায় দেবে উপহার,
সন্ধা বেলার আলো,
কে-বা তোমায় বলবে আবার,
আমায় বাস ভালো।
বালিকা তুমি কাহারো জননী,
কার-ই বা রমনী?
কার-ই বা তুমি মনের মানুষ?
কার-ই বা এই ধরনী?