অদ্য ক্ষীন ধারায় নির্গত হয় বর্ষার জল,
পূর্বের তুল্য রৌদ্র করে নাতো ঝল-মল।
গগনে গর্জন করে কৃষ্ণবর্নের মেঘ,
পরিপুর্ন করে তারা চিত্তের সর্ব আবেগ।
রাত্রে নেই গগনে তারার মেলা,
জলধর গুলো গগন ঘিরে করছে লীলা।
৬ ঋতুর এই দেশে,
বর্ষা বুঝি এলো শেষে।
তাই তো কবি লিখছে তার বর্ষার কবিতা,
শিল্পীরা অঙ্কন করচে তার ছবিটা।
বলে উঠছে সবাই এক সাথে,
চলো আজ ভিজি একসাথে-এই বর্ষাতে।