প্রিয়তমা
একদিন আমি ও নিরব হয়ে যাব।
ঠিক ততটা
যতটা তুমি নিরব চিলে।


প্রিয়তমা
একদিন আমি ও চঞ্চল হয়ে যাবো।
ঠিক ততটা
যতটা তোমার চঞ্চলতা দেখে আমার ভয় করত।


প্রিয়তমা
একদিন আমি ও অবহেলিত হয়ে যাবো।
ঠিক ততটা
যতটা তুমি তোমার সমাজের কাছে।


প্রিয়তমা
একদিন আমি ও স্বপ্ন দেখব।
ঠিক ততটা
যতটা তোমার দৃষ্টিকোণ থেকে তুমি দেখতে
আমাকে নিয়ে।


প্রিয়তমা
একদিন আমি ও জীবন'কে ভালবাসবো।
ঠিক ততটা
যতটা তোমায় ভালবেসেচিলাম।


প্রিয়তমা
একদিন আমি ও হারাতে দেবনা নষ্ট মানুষের ভীড়ে।
ঠিক ততটা
যতটা তুমি ও হারিয়ে গিয়ে ও হারাতে দাওনি নিজেকে।।।