সুবোধ তুই পালিয়ে যা বন্ধু
এখন সময় তোর পক্ষে না,সুবোধ!
এ দেশ কখন ও তোর দেশ নয়,সুবোধ
এ দেশ সবসময় ক্ষমতাসীনদের।
এ দেশে কখনো-কখনো
সোনা ও লোহা হয়ে যায়,সুবোধ!
এ দেশে নিপীড়িতরা থাকে রিমান্ডে
আর,নিপীড়নকরা ভুক ফুলিয়ে হাঁটে।
এ দেশে এখন নিজ সন্তানের
ধর্ষক হয় তার বাবা।
মাঝে মাঝে প্রিয় সন্তানটি ও
কেড়ে নেয় তার বাবার প্রান।
এ দেশে কখনো বাক-স্বাধীনতার দাম নেই,
স্বাধীনতা ছাইলে তোকে ভূষিত করা হয় নিকৃষ্ট উপাধিতে।
এ দেশের সংবিধান আছে ক্ষমতাসীনদের
তোর জন্য সংবিধানে কোন অক্ষর ও নেই।
এ দেশে এখন "গনতন্ত্র"নামক শব্দটা
মুখ থুবড়ে রাস্তায় পড়ে থাকে।
সুবোধ তুই পালিয়ে যা
সুবোধ তুই পালা বন্ধু।