প্রিয়তমা আমার,
তোমার অকাল মৃত্যুর কথা শুনতে পেয়ে
আমি বাকরুদ্ধ হয়ে গেছি
নিথর হয়ে গেছে আমার দেহ।
পরক্ষনে মনে হলো
পৃথিবী নামক এক ধ্বংসাবশেষ এর উপর
আমি নিতান্তই একা
আবিষ্কার করছি নিজেকে।
আমার বুকের মধ্যে যেন
বজ্রপাত এর মত শব্দ শুনতে পেলাম।
বজ্রপাত এর আগাতে যেন
ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ
হয়ে গেল তোমার জন্য ভালবাসা রাখার যায়গাটুকু।
প্রিয়তমা আমার
কিছু প্রশ্ন থেকেই গেল
নূপুর জোড়া স্ব-যত্নে আছে তো?
রুমালখান দিয়ে এখন আর চোখের জল মুছো।
জানি,কিছু প্রশ্ন প্রশ্নই থেকে যায়,যার কোন উত্তর হয় না।
প্রিয়তমা আমার
আমার এই ভেবে ভয় হয় যে
কখনো কেহ "জানপাখি"বলে ঢাকবেনা আমায়।
প্রশ্ন করবেনা
কী হয়েছে?কাঁদছো কেন?
মুছে দেবেনা
ভালবাসার উত্তরীয় দিয়ে দু'চোখের জল।
প্রিয়তমা আমার
শুনেছি ধর্ম বলে
আত্নহত্যাকারীর নাকি গোরস্থানে যায়গা হয়না
তোমার হয়েছে?
পাশে পেয়েছ?
তোমার প্রিয় বাবাকে।
প্রিয়তমা আমার
খুব জানতে ইচ্ছে করে
কেমন আছো সেখানে?