তুমি কি জানো?
স্তব্ধ রাতে
নিথর ব্যাথা গুলো-
সহস্রবার সাড়া জাগাতে ছায়।


তুমি কি জানো?
সহস্র বেদনাকাতর হৃদয় নিয়ে
পথ হারিয়ে পথিক
সে চেনা পথে আবার ফিরতে চায়।


তুমি কি জানো?
সকাল বেলার বিচ্ছিন্ন পাখিগুলো
সন্ধ্যা হওয়ার আগে
কেন দল বেধে
নীড়ে ফিরে যায়।


তুমি কি জানো?
মন ভাঙ্গার যন্ত্রনা
কতটা জ্বালাময়
কতটা কষ্টের।


তুমি কি জানো?
ভালবাসে প্রতারিত হওয়া ছেলেটা
একসময় নিজ থেকেই
সকল পিছুটান ভুলে গিয়ে
সকল সৃতি ভুলে গিয়ে
নতুন আলোর প্রদীপ জ্বালায়।।