জীবন যুদ্ধে নেমে গেছি
পকেট আমার ফাঁকা,
         নতুন করে গড়বো জীবন
         চলে এলাম ঢাকা।


কাঁধে আছে ঝুলন্ত ব্যাগ
মায়ের দেয়া চিঁড়া,
         সদর ঘাটে ঘুরছি এখন
         ভয়ের চাদর ঘেরা।


নদীর ঢেউ কেরে নিলো
আমার বসত বাড়ি,
         চোখের কোনে জল জমেছে
         বলতে নাহি পারি।


সব অচেনা মুখ গুলো
ছুটছে নিজ কাজে,
         বেখেয়ালি হাঁটছি আমি
         একা সবার মাঝে।