পাতা হয়ে জন্ম আমার
নড়তে পারি না,
         আশে পাশে কত কিছু
         ধরতে পারি না।


বকের সারি উড়ছে দুরে
উড়তে পারি না,
         পুকুরের মাছ করছে খেলা
         খেলতে পারি না।


গাড়ি চলে আঁকা বাঁকা
চড়তে পারি না,
         কালো পিচ মোড়া শহর
         ঘুরতে পারি না।


বাউল গানের সুর তুলে
গাইতে পারি না,
         নূপুর পায়ে নিত্য নাচ
         নাচতে পারি না।


পালকি করে বউ সাজোন
সাজতে পারি না,
         বিয়ে বাড়ির মজার খাওন
         খাইতে পারি না।


শিশির ভেজা গোলাপ ফুল
ছিড়তে পারি না,
         প্রেম করে প্রেমিকার হাত
         ধরতে পারি না।


বৃষ্টি হয়ে চাল গড়িয়ে
পড়তে পারি না,
         সাত রংয়ে ঘুড়ির মতো
         উড়তে পারি না।


মাঝি'র হাতের বৈঠা হয়ে
বাইতে পারি না,
         আক্ষেপ আমার দু'চোখ নাই
         কাঁদতে পারি না।


পাতা হয়ে জন্মে ছিলাম
সবুজ রংয়ে বেশ,
         মুচড়ে পাতা ডাল ছিঁড়ে
         নিচে পরলেই শেষ।